Friday, 26 September 2025

গাজায় একদিনে ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

 

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরা।

আল-ওয়েহদা স্ট্রিট, শাতি ক্যাম্প এবং নাসর পাড়াসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের পশ্চিমে আবাসিক রেমাল পাড়াতেও একটি হামলা হয়েছে। শুধুমাত্র গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৩০ জন। ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে আছে আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয়রা। অ্যাম্বুলেন্সকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

জাতিসংঘে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও, নিন্দা-সমালোচনার তোয়াক্কা না করে ইসরায়েল গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে। সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় মুহূর্তে মুহূর্তে বিমান হামলা চালানো হচ্ছে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনির মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.